Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় দিল এফবিআই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০২:১৪ পিএম

ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় দিল এফবিআই

নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায়  নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এর আগে সংস্থাটি জানিয়েছিল, ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার ঘটনাটি ছিল একটি “হত্যাচেষ্টা”।

শনিবার (১৪ জুলাই) স্থানীয় সময় রাতে পেনসিলভানিয়ায় এক সমাবেশে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর অতর্কিত হামলার এ ঘটনা ঘটে।

গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। হঠাত তিনি মেঝেতে বসে পড়ছেন। এরপর তিনি যখন দাঁড়ান, তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিল।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। বয়স মাত্র ২০ বছর। ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। বাটলার থেকে এই শহরের দূরত্ব ৭০ কিলোমিটার। গুলির এই ঘটনাকে হত্যাচেষ্টা ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।

হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তবে, তারা কী ধরনের কথা বলেছেন, সেটি ওই কর্মকর্তারা বলেননি। প্রেসিডেন্ট বাইডেন একই সঙ্গে পেনসিলভানিয়ার গভর্নর জোস শাপিরো এবং বাটলারের মেয়র বব ডেনডয়ের সঙ্গেও কথা বলেছেন।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এমন ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন।”

গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, “হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন