Logo
Logo
×

আন্তর্জাতিক

রমজানে গাজায় ইসরায়েলের বর্বর হামলা, তিন দিনে নিহত ৬০০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:৪৭ এএম

রমজানে গাজায় ইসরায়েলের বর্বর হামলা, তিন দিনে নিহত ৬০০

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। পবিত্র রমজানে ইসরায়েলের এই তীব্র আগ্রাসনে গত তিন দিনে প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০ ফিলিস্তিনি। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের স্থল অভিযান অব্যাহত রেখেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর থেকে ইসরায়েলি হামলায় ৮৫ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৬১৭ জনে, আহত হয়েছেন অন্তত ১,১২,৯৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ মার্চ) যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি হামলায় ৫৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিমান ও স্থল হামলা বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহতে তাদের স্থল অভিযান চলছে এবং সেনারা বেইত লাহিয়া ও কেন্দ্রীয় এলাকায় অগ্রসর হচ্ছে। বুধবার (১৯ মার্চ) গাজার উত্তর-দক্ষিণ সংযোগকারী প্রধান পথ বন্ধ করে দিয়ে স্থল অভিযান আরও সম্প্রসারিত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

অন্যদিকে, বৃহস্পতিবার (২০ মার্চ) ইসরায়েলের বাণিজ্যকেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে গাজার শাসকগোষ্ঠী হামাস। ইসরায়েলের স্থল ও আকাশপথে চালানো নতুন হামলার প্রতিশোধ হিসেবে এই রকেট হামলা করা হয়েছে বলে দাবি করেছে হামাস। তবে ইসরায়েল জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন