Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বর্বর হামলায় নিহত ৪১৩, আহত ৬৬০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৪:৫৪ পিএম

গাজায় ইসরায়েলের বর্বর হামলায় নিহত ৪১৩, আহত ৬৬০

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলায় নিহতের সংখ্যা ৪১৩ জনে পৌঁছেছে, আহত হয়েছেন অন্তত ৬৬০ জন। মঙ্গলবার (১৮ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেটে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে আছেন, যাদের নাম এখনও নিহত বা আহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

সোমবার (১৭ মার্চ) রাত ২টার দিকে আকস্মিকভাবে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে দখলদার ইসরায়েল। কয়েক ঘণ্টার এই ভয়াবহ হামলায় মুহূর্তেই শত শত প্রাণ ঝরে যায়।

গাজার হাসপাতালগুলোতে আহতদের ঢল নেমেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সাধারণ মানুষকে রক্তদান করার আহ্বান জানিয়েছে। এছাড়া, হাসপাতালগুলোতে পেইনকিলার ও ব্যান্ডেজের সংকট দেখা দিয়েছে।

ইসরায়েলি বাহিনী গত ১৭ দিন ধরে গাজায় সব ধরনের ত্রাণ ও সহায়তা প্রবেশ বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে বর্বর এই হামলা চালানো হয়, যেখানে নিরপরাধ সাধারণ মানুষকেই মূল লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

ইসরায়েল দাবি করেছে, হামাস তাদের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল এবং জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে, তাই এই হামলা চালানো হয়েছে। তবে হামাস জানিয়েছিল, পূর্বের চুক্তি অনুযায়ী ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করে, তাহলে তারা সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেবে। কিন্তু ইসরায়েল এতে সম্মত হয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েল গাজায় নতুন করে হামলার পরিকল্পনা আগেই চূড়ান্ত করেছিল। হামাসের জিম্মি মুক্তি না দেওয়াকে ইসরায়েলের হামলার কারণ হিসেবে দেখানো হলেও, আসলে এটি সত্য নয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন