Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ৪৩টি দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:১২ পিএম

ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ৪৩টি দেশ

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের ৪৩টি দেশে বিভিন্ন মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। শনিবার (১৫ মার্চ) নিউইয়র্ক টাইমস ও বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় আরও ব্যাপক হতে পারে।

নিউইয়র্ক টাইমস ৪৩টি দেশের কথা উল্লেখ করলেও, রয়টার্সের প্রতিবেদনে ৪১টি দেশের কথা বলা হয়েছে। দেশগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে—

১. সম্পূর্ণ নিষেধাজ্ঞার তালিকা (১০-১১ দেশ): আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা, উত্তর কোরিয়া, ভুটান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ভেনিজুয়েলা ও ইয়েমেন।

২. আংশিক নিষেধাজ্ঞার তালিকা (৫-১০ দেশ): ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, দক্ষিণ সুদান, বেলারুশ, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন ও তুর্কমিনিস্তান।

৩. ৬০ দিনের সতর্ক তালিকা (২২-২৬ দেশ): এই দেশগুলোর নাগরিকদের মার্কিন ভিসা আংশিকভাবে স্থগিত করা হতে পারে। তবে ৬০ দিনের মধ্যে নিরাপত্তা যাচাই প্রক্রিয়ায় উন্নতি করলে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অভিবাসন ও আন্তর্জাতিক ভ্রমণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন