Logo
Logo
×

আন্তর্জাতিক

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:১৫ পিএম

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী মার্ক কার্নি

মার্ক কার্নি কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, ফলে জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তি ঘটল। শুক্রবার (১৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে ১০ মার্চ লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন কার্নি, যা অনুযায়ী তিনি প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব পান।

মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চলমান বাণিজ্য যুদ্ধ নিয়ে মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমরা এই লড়াই চাইনি, তবে কানাডিয়ানরা সবসময় প্রস্তুত থাকে যখন কেউ তাদের টার্গেট করে। মার্কিনিদের ভুল না করা উচিত, কারণ বাণিজ্য যুদ্ধেও কানাডা জিতবে।”

ট্রাম্পের কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করার মন্তব্যের পর মার্ক কার্নি বলেন, “আমেরিকা কানাডা নয়, এবং কখনো, কোনোভাবেই কানাডা কখনো আমেরিকার অংশ হবে না।”

গত ৬ জানুয়ারি, জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন, এবং এর ফলে কার্নি লিবারেল পার্টির নেতৃত্ব গ্রহণ করেন। ২০১৫ সালে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন ট্রুডো, কিন্তু সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা কমে যায়, যার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এবিসি নিউজ সূত্রে জানা গেছে, নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি এপ্রিলের শেষের দিকে কানাডায় সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন