Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে চালু হচ্ছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:১১ পিএম

ভারতে চালু হচ্ছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা

ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট সেবা আনতে ভারতীয় টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল চুক্তি করেছে। বুধবার (১২ মার্চ) এয়ারটেল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইলন মাস্কের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে মহাকাশ প্রযুক্তি, উদ্ভাবন এবং মোবিলিটি নিয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় এবার ভারতের বাজারে স্টারলিংক ইন্টারনেট সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের খুচরা বিক্রয়কেন্দ্রগুলোর মাধ্যমে স্টারলিংকের প্রয়োজনীয় যন্ত্রপাতি বিক্রির সম্ভাবনা নিয়ে স্পেসএক্সের সঙ্গে আলোচনা চলছে। এর মাধ্যমে বাণিজ্যিক গ্রাহক, বিভিন্ন কমিউনিটি, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রকে দ্রুতগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিস্তারের ওপর জোর দেওয়া হচ্ছে।

এর আগে ভারতের বাজারে ইলন মাস্কের টেসলা ইলেকট্রিক গাড়ি বিক্রির অনুমোদন দেওয়া হয়। এবার সেই ধারাবাহিকতায় স্টারলিংক ইন্টারনেট সেবাও আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে, যা ভারতের ডিজিটাল কানেক্টিভিটির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন