Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তে বাণিজ্য উত্তেজনা, পাল্টা ব্যবস্থা নিচ্ছে চীন, কানাডা ও মেক্সিকো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১১:৩৬ এএম

ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তে বাণিজ্য উত্তেজনা, পাল্টা ব্যবস্থা নিচ্ছে চীন, কানাডা ও মেক্সিকো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা মঙ্গলবার (৪ মার্চ) থেকে কার্যকর হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র তার শীর্ষ তিন বাণিজ্য অংশীদারের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়িয়েছে।  

ট্রাম্প জানিয়েছেন, এই শুল্ক আরোপের অন্যতম কারণ হলো মেক্সিকো, কানাডা ও চীনের মাধ্যমে প্রাণঘাতী মাদক ফেনটানিলের প্রবাহ বন্ধ করতে ব্যর্থতা। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রায় ২.২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্যের ওপর সরাসরি প্রভাব ফেলবে।  

পাল্টা ব্যবস্থা নিচ্ছে চীন, কানাডা ও মেক্সিকো

ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে চীন তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু পণ্যে ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা আগামী ১০ মার্চ থেকে কার্যকর হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিষেধাজ্ঞার পরিকল্পনাও করছে দেশটি।  

এদিকে, কানাডা ও মেক্সিকোও প্রতিক্রিয়া দেখিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন, ট্রাম্পের শুল্ক ২১ দিন বহাল থাকলে কানাডাও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ২০.৭ বিলিয়ন ডলারের পণ্যে ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করবে। শুল্কের আওতায় থাকবে আমেরিকান পানীয়, গৃহস্থালি পণ্যসহ বিভিন্ন পণ্য।  

কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রে নিকেল রপ্তানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার জন্য তারা প্রস্তুত। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবামের দিক থেকেও শিগগিরই কঠোর প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

অর্থনৈতিক সংকটের শঙ্কা

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই শুল্ক যুদ্ধ উত্তর আমেরিকার অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। কানাডার চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী ক্যানডেস লেইঙ এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সরবরাহ চেইনে ব্যাঘাত ঘটাবে, ব্যয় বাড়াবে এবং চাকরির সংকট তৈরি করবে।

তিনি বলেন, "শুল্ক মূলত আমেরিকান মানুষের ওপর কর", যা ভোক্তা ও উৎপাদকদের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।  

ট্রাম্পের ঘোষণার পরপরই আমেরিকান ডলারের বিপরীতে কানাডিয়ান ডলার ও মেক্সিকান পেসোর মান কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্প তার “আমেরিকা প্রথম” নীতির আওতায় বাণিজ্যকে পুনর্গঠনের চেষ্টা করলেও, এই পদক্ষেপ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বিপরীত ফল বয়ে আনতে পারে।

সূত্র: রয়টার্স 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন