Logo
Logo
×

আন্তর্জাতিক

জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর ইউক্রেনের জন্য সামরিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:১৮ পিএম

জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর ইউক্রেনের জন্য সামরিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করেছে এবং এটি পর্যালোচনা করা হচ্ছে যাতে সংঘাতের সমাধানে অবদান রাখতে পারে।

তবে, সহায়তার পরিমাণ ও সময়সীমা নিয়ে হোয়াইট হাউস বা পেন্টাগন কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় এবং ওয়াশিংটনে ইউক্রেন দূতাবাসও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।  

সোমবার ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতি আরও কৃতজ্ঞ হওয়া উচিত। এর আগে অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে জেলেনস্কির বক্তব্য উদ্ধৃত করা হয়, যেখানে তিনি বলেছিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি "খুব, খুব দূরে।" এই মন্তব্যে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন।  

প্রসঙ্গত, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বৈঠকের একপর্যায়ে ট্রাম্প ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তার বিষয়ে জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বলে অভিযুক্ত করেন। শুধু ট্রাম্প নন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং তাকে কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান। জেলেনস্কি পাল্টা জবাবে বলেন, "আমি বহুবার আমেরিকার জনগণকে ধন্যবাদ জানিয়েছি।"  

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মনোনিবেশ করেছেন এবং মিত্র দেশগুলোরও সেই লক্ষ্যকে সমর্থন করা উচিত।

সূত্র : রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন