ভারতের তরুণ কংগ্রেস নেত্রীর মরদেহ মিলল স্যুটকেসে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৬:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
ভারতের হরিয়ানা রাজ্যের তরুণ কংগ্রেস নেত্রী হিমানি নারওয়ালকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে একটি পরিত্যক্ত নীল স্যুটকেস থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
২২ বছর বয়সী হিমানি কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’তে অংশ নিয়ে আলোচনায় আসেন। রাহুল গান্ধীর সঙ্গে তার একাধিক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে রাজনৈতিক মহলে তাকে নিয়ে সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে সেই সম্ভাবনার tragically ইতি ঘটে নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে হিমানিকে হত্যা করা হয়েছে। এরপর তার মরদেহ স্যুটকেসে ভরে ফেলে দেওয়া হয়। হত্যার ঘটনায় একজন যুবককে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি হিমানীর প্রেমিক বলে জানা গেছে।
হরিয়ানা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, রোববার রাতে দিল্লি থেকে দুই যুবককে আটক করে রোহতকে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়, আর অপরজনকে ছেড়ে দেওয়া হয়।
হিমানীর মা সবিতা নারওয়াল দাবি করেছেন, হত্যাকারী পরিচিত কেউ। তিনি হয় দলের কেউ, নয়তো পরিবারের কেউ। তার কথায়, “আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল কেউ। সে প্রতিবাদ করেছিল, তাই তাকে হত্যা করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, যে ট্রলিব্যাগে হিমানীর লাশ পাওয়া গেছে, সেটি তার বাড়িরই ছিল। ধারণা করা হচ্ছে, তাকে তার নিজ বাড়িতেই হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে ব্যাপক মারধর করা হয়, তার হাড়গোড় ভেঙে দেওয়া হয় এবং শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়।
হিমানীর মৃত্যুতে কংগ্রেস নেতারা শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এ ঘটনাকে রাজ্যের আইনশৃঙ্খলার চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এই নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্তের অগ্রগতির ওপর সবার দৃষ্টি রয়েছে।