Logo
Logo
×

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

হোয়াইট হাউসে মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর গত ২৭ জানুয়ারি মোদির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। সেই সময় তাদের মধ্যে অভিবাসন নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে ভারতের দিক থেকে যুক্তরাষ্ট্রের তৈরি আরও নিরাপত্তা সরঞ্জাম কেনা এবং অবাধ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন ট্রাম্প।

চীনকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ওয়াশিংটনের সাথে এই বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে ভারত আগ্রহী। যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প অতীতে দিয়েছিলেন, তা এড়াতে চায় ভারত।

এবার ক্ষমতায় এসে ইতোমধ্যে চীন, মেক্সিকো ও কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তাছাড়া, মোদি সরকার নিজেদের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের দক্ষ শ্রমিক ভিসা প্রাপ্তিও সহজতর করতে চায়।

এই পরিস্থিতিতে মোদি যুক্তরাষ্ট্র সফরে গেলে দুই রাষ্ট্রপ্রধানের এসব বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন