Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্কনীতি

কানাডা-মেক্সিকোর জন্য স্থগিত, চীনের জন্য বহাল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ এএম

কানাডা-মেক্সিকোর জন্য স্থগিত, চীনের জন্য বহাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্কের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন। তবে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বহাল থাকছে। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প শর্ত দিয়েছেন যে মেক্সিকোকে সীমান্ত নিরাপত্তা বাড়িয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবেশ রোধ করতে হবে। মেক্সিকো সরকার দ্রুত এই শর্ত মেনে নিয়ে সীমান্তে ন্যাশনাল গার্ডের ১০,০০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। এর প্রতিদান হিসেবে ট্রাম্প তাদের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক থেকে সরে এসেছেন।

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে তারা সীমান্ত নিরাপত্তা জোরদার করতে নতুন প্রযুক্তি ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করবেন। এছাড়া, ফেন্টানাইল (এক ধরনের মাদক) চোরাচালান ও অর্থ পাচারের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে কানাডা।

শুল্ক স্থগিতের ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন— প্রেসিডেন্ট হিসেবে, আমার দায়িত্ব মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমি সেটাই করছি। প্রাথমিক ফলাফল দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আমরা যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপের সিদ্ধান্তে চরম অসন্তুষ্ট। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের গুরুতর লঙ্ঘন। এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, কানাডা ও মেক্সিকোর সঙ্গে সমঝোতায় পৌঁছলেও চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। পাল্টা শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে।

সূত্র: রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন