Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের কোনগাঁও গ্রাম থেকে ৯ বাংলাদেশি নর্তকী গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ পিএম

ভারতের কোনগাঁও গ্রাম থেকে ৯ বাংলাদেশি নর্তকী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ভিওয়ান্দি থেকে ৯ বাংলাদেশি নর্তকীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। তারা কোনগাঁও নামক একটি গ্রামের স্থানীয় ড্যান্স বারে নাচতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভিওয়ান্দির ঠাকুরপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় ৯ বাংলাদেশি নর্তকীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দাবি করেন, তারা সেখানে পাঁচ বছর ধরে আছেন। এছাড়া, ওই বাড়ির মালিককেও হেফাজতে নেওয়া হয়েছে।

ভিওয়ান্দির অপরাধ বিভাগের সহকারী পুলিশ পরিদর্শক শ্রী রাজ মালি জানান, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নারীরা হলেন শিমা বেগম সিরাজ, রেখা, রুপা, অঞ্জনী, শারদা বংশী সাহু, মমতা, পায়েল রাজু, পিংকি এবং কাজল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭০ হাজার রুপি। এছাড়া তাদের পাসপোর্ট ও ব্যক্তিগত নথি জব্দ করা হয়েছে।

তদন্তকারীদের তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং তারা ভিওয়ান্দিতে গত পাঁচ বছর ধরে আছেন। তাদের বিরুদ্ধে তিনটি ধারায় মামলা করা হয়েছে।

মহারাষ্ট্রের কোনগাঁও থানার জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক নেতারাম মাস্কি জানিয়েছেন, গত দুই মাসে বেশ কয়েকজন অবৈধ বাংলাদেশির তথ্য সামনে এসেছে। এর পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ছয়টি মামলা করা হয়েছে এবং ২৪ বাংলাদেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন