Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষে নিহত অন্তত ১৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষে নিহত অন্তত ১৮

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্লাইটটিতে মোট ৬৪ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। হতাহতের  আরও বেশি আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে।

সিবিএস নিউজকে পুলিশ কর্মকর্তারা জানায়, ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও কোনো বেঁচে থাকা ব্যক্তিকে পাওয়া যায়নি। কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো আপডেট পাওয়া যায়নি, তবে শিগগিরই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগান এয়ারপোর্টের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে পড়ে। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনাটি একটি সামরিক হেলিকপ্টারের সাথে ঘটেছিল।

আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২টি পিএসএ এয়ারলাইন্স পরিচালনা করছিল, যা কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করেছিল। ফ্লাইটটি ৬৫ জন যাত্রী বহন করতে সক্ষম। দুর্ঘটনার পর জরুরি কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেওয়া হয়।

ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা সৈন্য ছিলেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার পর সৈন্যদের অবস্থা সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে নিশ্চিত করা হয়েছে যে, হেলিকপ্টারে কোনো সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এই হেলিকপ্টারটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ারের ১২তম এভিয়েশন ব্যাটালিয়ন বি কোম্পানির প্রশিক্ষণ ফ্লাইটে ছিল।

সূত্র : সিবিএস নিউজ

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন