সেপ্টেম্বরেই মিলবে রাশিয়ার তৈরি ক্যানসারের টিকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ এএম

ছবি : সংগৃহীত
চলতি বছর সেপ্টেম্বরে রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি ক্যানসারের টিকা বাজারে আসতে পারে। সংস্থার পরিচালক আলেক্সান্দার গিন্টসবার্গ জানিয়েছেন, এই টিকার ব্যবহারের অনুমোদনের জন্য ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে সেপ্টেম্বর থেকেই চিকিৎসাক্ষেত্রে এই টিকা ব্যবহার করা যাবে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেলে গামালিয়ার এই টিকাটি হবে বিশ্বের প্রথম ক্যানসার টিকা। এটি এমআরএনএ প্রযুক্তিতে তৈরি, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রশিক্ষিত করে ক্যানসার কোষগুলোকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।
গিন্টসবার্গের মতে, এই টিকা প্রাথমিক এবং মধ্যম স্তরের ক্যানসার রোগীদের জন্য বেশি কার্যকর। টিকা গ্রহণের পর, মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা ক্যানসার কোষগুলোকে শনাক্ত করে ধ্বংস করে ফেলে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে ৪০ লাখ ক্যানসার রোগী রয়েছে এবং প্রতিবছর প্রায় ৬ লাখ ২৫ হাজার নতুন রোগী শনাক্ত হয়। গিন্টসবার্গ আরও জানিয়েছেন, চলতি বছরে আরও কয়েকটি ক্যানসার ওষুধ এবং টিকার বাজারে আসার সম্ভাবনা রয়েছে, কারণ রাশিয়ার অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ নিয়ে গবেষণা করছে।
গামালিয়া ইনস্টিটিউট বিশ্বের শীর্ষ অনুজীব ও চিকিৎসা গবেষণা কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। তারা প্রথম করোনা টিকা স্পুটনিক ৫ তৈরি করেছে, যা রাশিয়া এবং বিশ্বের ৫৫টিরও বেশি দেশে ব্যবহার হয়েছে।
সূত্র : আরটি