Logo
Logo
×

আন্তর্জাতিক

দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিলেন বিজেপি নেতা অমিত শাহ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম

দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিলেন বিজেপি নেতা অমিত শাহ

ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করা হবে।

আগামী মাসের প্রথম সপ্তাহে দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে দিল্লির রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ভোট টানতে দুই দলই জোর প্রচারণা চালাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভোটের আগে দিল্লির রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। মূল লড়াই হবে বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (আপ) ও কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল বিজেপির মধ্যে। বিজেপি এবার রাজধানীর বিধানসভার দখল নিতে চায়।

নির্বাচনকে ঘিরে বিজেপি ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী পার্টির বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য শুরু করেছে। তারা অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, রোববার ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও নেতারা নির্বাচনের প্রচার বাদ দেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের প্রচারে অংশ নিয়ে আম আদমি পার্টিকে (আপ) “অবৈধ আমদানিওয়ালি পার্টি” (অবৈধ আয়ের দল) বলে মন্তব্য করেছেন৷

তিনি অভিযোগ করেন, দিল্লিতে ১০ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। তিনি আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে আম আদমি পার্টির ‘দুঃশাসন’ শেষ করার আহ্বান জানান।

অমিত শাহ বলেন, ‘বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে।’

গত শনিবার এক জনসভায় অমিত শাহ দাবি করেছিলেন, আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। বিজেপি নির্বাচনে জিতলে এমনটা হবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন