Logo
Logo
×

আন্তর্জাতিক

কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৯ এএম

কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়া থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের দুটি সামরিক প্লেনকে অবতরণে বাধা দেওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়।

ট্রাম্প জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে এই শুল্ক ৫০ শতাংশে উন্নীত করা হবে। এছাড়া কলম্বিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা, কঠোর কাস্টমস পরীক্ষা এবং কার্গো পরিবহনে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে। 

ট্রাম্প বলেন, "এই ব্যবস্থা কেবল শুরু। আমরা কলম্বিয়াকে তাদের বাধ্যবাধকতা পালন করতে বাধ্য করব।"

জবাবে কলম্বিয়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, কলম্বিয়ার নাগরিকদের সম্মানজনক উপায়ে ফেরত পাঠাতে হবে। তিনি প্রস্তাব দিয়েছেন, প্রয়োজনে বেসামরিক প্লেন ব্যবহার করে তাদের ফিরিয়ে আনতে হবে।

পেত্রো আরও দাবি করেন, কলম্বিয়াতে বর্তমানে ১৫,৬৬৬ জন অবৈধ মার্কিন নাগরিক অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্র তাদের কফির ২০ শতাংশই কলম্বিয়া থেকে আমদানি করে, যার বার্ষিক মূল্য প্রায় ২০০ কোটি ডলার। শুল্ক বৃদ্ধির ফলে কফি, কলা, অ্যাভোকাডো এবং ফুলসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

বাণিজ্য বিরোধের পাশাপাশি রাজনৈতিক উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো বলেছেন, "ট্রাম্প কলম্বিয়ানদের নিচু জাতি মনে করেন। কিন্তু কলম্বিয়া ভয় পায় না। আমরা লড়াই করবো।"

তিনি আরও বলেন, "আজ থেকে কলম্বিয়া সারা বিশ্বের জন্য উন্মুক্ত।"

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি

ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। সাম্প্রতিক সময়ে অনথিভুক্ত অভিবাসীদের আটক ও নির্বাসনে সামরিক প্লেন ব্যবহার এবং মেক্সিকো সীমান্তে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। ট্রাম্প বলেছেন, "আমাদের সীমান্ত বন্ধ।"

এই বাণিজ্য বিরোধ এবং রাজনৈতিক উত্তেজনা কীভাবে সমাধান হবে, তা সময়ই বলে দেবে।

সূত্র : বিবিসি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন