Logo
Logo
×

আন্তর্জাতিক

পবিত্র কোরআন অবমাননার দায়ে এই প্রথম মামলা হলো ডেনমার্কে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম

পবিত্র কোরআন অবমাননার দায়ে এই প্রথম মামলা হলো ডেনমার্কে

ছবি : সংগৃহীত

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে প্রথমবারের মতো মামলা হয়েছে স্ক্যান্ডিনেভিয়ার দেশ ডেনমার্কে। শুক্রবার রাজধানী কোপেনহেগেনের একটি আদালতে দুই ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা গত জুন মাসে কোপেনহেগেনের জনসমাগমপূর্ণ স্থানে পবিত্র কোরআন অবমাননার সাথে জড়িত ছিলেন। যেখানে তারা এই কাজটি করেছিলেন, সেখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ উপস্থিত ছিলেন। অভিযুক্তদের এই কাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

ডেনমার্কের জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এই খবর প্রকাশিত হয়েছে। তবে কোপেনহেগেনের কোন আদালতে মামলা হয়েছে এবং অভিযুক্তদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

কোপেনহেগেনের শীর্ষ প্রসিকিউটর লাইস-লোটে নিলাস বলেছেন, "এ ঘটনাটি জনসমক্ষে ঘটেছিল এবং বহুসংখ্যক মানুষের সামনে। পাশাপাশি, ফেসবুকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এ ঘটনার লাইভ সম্প্রচারও হয়েছিল। এটি মামলার মূল কারণ।" তিনি কোন আদালতে মামলা হয়েছে তা নিশ্চিত করেননি।

২০২৩ সালের জুন-জুলাই মাসে ডেনমার্কে একাধিক কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। তবে দেশটির আইনে এ ধরনের তৎপরতা অপরাধের তালিকাভুক্ত না হওয়ায় অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। কিন্তু মুসলিম বিশ্বের তীব্র নিন্দা ও সমালোচনার পর ডেনমার্ক সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। ২০২৩ সালের ৭ ডিসেম্বর ডেনমার্কের পার্লামেন্ট একটি আইন পাস করে। নতুন আইনে জনসমক্ষে কোরআন পোড়ানো, ছেঁড়া বা অবমাননা করা এবং তার ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়।

সূত্র : জিও টিভি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন