Logo
Logo
×

আন্তর্জাতিক

ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১১:৪১ এএম

ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, শপথ নেওয়ার পর ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের দ্রুত পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দুর্বল করবে এবং ভবিষ্যৎ মহামারি প্রতিরোধে আরও জটিলতা সৃষ্টি করবে।

জারি করা নির্বাহী আদেশে ট্রাম্প উল্লেখ করেন, ডব্লিউএইচও কোভিড-১৯ মহামারির ভুল ব্যবস্থাপনা করেছে এবং প্রয়োজনীয় সংস্কার আনতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায়ভাবে বেশি অর্থ দাবি করছে, যেখানে চীন তুলনামূলকভাবে কম অর্থ প্রদান করছে।

নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্পের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয়। ২০২০ সাল থেকেই তিনি ডব্লিউএইচও’র কঠোর সমালোচনা করে আসছেন। সেসময় তিনি সংস্থাটির বিরুদ্ধে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ করার হুমকি দেন। ২০২০ সালের জুলাই মাসে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু করেন তিনি।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনবেন। এরপরই বাইডেন আমলে জারি করা ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন।

এছাড়া তিনি মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত নেওয়া, এবং বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার মতো পদক্ষেপগুলো ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক কূটনৈতিক অবস্থানকে পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা এসব পদক্ষেপের দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার নীতিমালা আগের মেয়াদের চেয়েও কঠোর ও আক্রমণাত্মক হবে বলে বিশ্লেষকদের ধারণা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন