Logo
Logo
×

আন্তর্জাতিক

শপথের আগে ওয়াশিংটনে ট্রাম্পের বিজয় মিছিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম

শপথের আগে ওয়াশিংটনে ট্রাম্পের বিজয় মিছিল

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণ করবেন। এর আগে, রোববার (১৯ জানুয়ারি) ওয়াশিংটনে আয়োজিত এক বিজয় মিছিলের মাধ্যমে তার দ্বিতীয় মেয়াদের যাত্রা শুরু হবে। ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ শিরোনামে এই মিছিল স্থানীয় সময় বিকেল ৩টায় ক্যাপিটাল ওয়ান এরিনায় অনুষ্ঠিত হবে।

এবারের বিজয় মিছিলে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা বক্তব্য রাখবেন। ভাবী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের সিইও ডানা হোয়াইট, টিকটকের সিইও এবং জনপ্রিয় শিল্পীরাও এই আয়োজনে অংশ নেবেন।

শপথ গ্রহণের আয়োজন

ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান সোমবার দুপুরে শুরু হবে। তবে প্রচণ্ড ঠান্ডার কারণে ঐতিহ্যবাহী ক্যাপিটল হিলের পশ্চিম লনের পরিবর্তে এবার এটি ক্যাপিটল রোটুন্ডায় ইনডোরে অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো শপথ বাক্য পাঠ করাবেন।

শপথ শেষে ট্রাম্প তার আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরবেন। একই দিনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন।

বিশেষ অতিথি ও আমন্ত্রণ

অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনসহ সব জীবিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যেমন বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা উপস্থিত থাকবেন। ব্যতিক্রমধর্মীভাবে এবার ট্রাম্প বিভিন্ন দেশের কয়েকজন রাষ্ট্রপ্রধানকেও আমন্ত্রণ জানিয়েছেন।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ২ লাখ ২০ হাজারের বেশি টিকিট বিতরণ করা হয়েছে। যারা টিকিট পাননি, তারা ন্যাশনাল মলে বসানো বিশাল ভিডিও স্ক্রিনে অনুষ্ঠান উপভোগ করবেন।

সংগীত পরিবেশনা ও বিনোদন

২০১৭ সালের অভিষেক অনুষ্ঠানের চেয়ে এবার ট্রাম্পের শপথে তারকাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি। কনসার্টে ক্যারি আন্ডারউড, লি গ্রিনউড, কিড রক এবং বিলি রে সাইরাসের মতো জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করবেন। এছাড়া ভিলেজ পিপল তাদের বিখ্যাত গান ‘ওয়াই.এম.সি.এ.’ পরিবেশন করবেন।

প্রথম দিনেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

শপথ গ্রহণের দিনই ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা করেছেন। এর মধ্যে রয়েছে অভিবাসীদের গণহারে বিতাড়িত করা এবং তেল উত্তোলন কার্যক্রম বাড়ানোর উদ্যোগ।

গালা আয়োজন

শপথ শেষে ট্রাম্প তিনটি অফিসিয়াল গালায় অংশ নেবেন। এছাড়া আরও এক ডজনের বেশি গালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শপথ অনুষ্ঠানের পর ট্রাম্প ক্যাপিটল হিল থেকে পেনসিলভানিয়া অ্যাভিনিউ দিয়ে হোয়াইট হাউজে যাবেন। এ সময় সমর্থকরা তাকে একনজর দেখার সুযোগ পাবেন।

দ্বিতীয় মেয়াদের শুরুতে ট্রাম্পের উদ্যোগ ও পরিকল্পনা ঘিরে তার সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন