পশ্চিমবঙ্গের গঙ্গা নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম

ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ায় গঙ্গায় একটি বাংলাদেশি কার্গো জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া জাহাজটির নাম "এডি বছিরউদ্দিন কাজি", যা ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস) থেকে ছাই নিয়ে বাংলাদেশে ফিরছিল। ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।
জাহাজের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, হঠাৎ জাহাজের তলায় একটি বড় শব্দ শোনা যায়। এরপর দ্রুত পানি ঢুকতে শুরু করে, এবং জাহাজটি একপাশে কাত হয়ে যায়। শেষমেশ চালকের কেবিন বাদে পুরো জাহাজটি ডুবে যায়। বিপদের আঁচ পেয়ে জাহাজের কর্মীরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরপর জাহাজটি গঙ্গা থেকে তোলার কাজ শুরু হয়।
উদ্ধার প্রক্রিয়ার অগ্রগতির বিষয়ে জানা গেছে, ভাটার সময় গঙ্গার পানি কমে যাওয়ায় জাহাজের কিছু অংশ আবার ভেসে উঠেছে। উদ্ধারকারী দল প্রতিদিন জাহাজ থেকে ছাই খালি করে ওজন কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কাজের জন্য সন্দেশখালি থেকে শ্রমিক আনা হয়েছে।
শ্রমিকদের মতে, পুরো জাহাজ থেকে ছাই খালি করতে অন্তত আরও এক সপ্তাহ সময় লাগবে। এরপর জাহাজটি মেরামত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে।
এই ঘটনা আন্তঃদেশীয় যোগাযোগ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।