Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় যৌথ অভিযানে ৭৬ বাংলাদেশি আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:২১ এএম

মালয়েশিয়ায় যৌথ অভিযানে ৭৬ বাংলাদেশি আটক

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৭৬ বাংলাদেশিসহ মোট ১২১ জন বিদেশিকে আটক করেছে। পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুই দিন ধরে পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই অভিযানে মোট ১২১ জন বিদেশি আটক হয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন মিয়ানমারের, ৪ জন পাকিস্তানি, ২ জন ভারতীয় এবং ২ জন নেপালি ও একজন ভিয়েতনামি রয়েছেন। এদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী।

ক্যামেরন হাইল্যান্ডস পুলিশের মতে, এই অভিযানটির মূল লক্ষ্য ছিল পাহাড়ি পর্যটন এলাকায় বিদেশি অপরাধীদের নির্মূল করা। অভিযানটিতে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, যানবাহন বিভাগ, কাস্টমস বিভাগ, শ্রম বিভাগ, রাজ্য প্রয়োগ বিভাগ, ক্যামেরন হাইল্যান্ডস জেলা কাউন্সিল, ক্যামেরন হাইল্যান্ডস জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশনের ১৪৩ জন কর্মকর্তা অংশ নেন।

এই অভিযানে ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় এবং ২ হাজার ৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ১২১ জনকে ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন