Logo
Logo
×

আন্তর্জাতিক

ঝড়ো বাতাসের পূর্বাভাস, লস অ্যাঞ্জেলেসে আরও ভয়ংকর হতে পারে দাবানল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম

ঝড়ো বাতাসের পূর্বাভাস, লস অ্যাঞ্জেলেসে আরও ভয়ংকর হতে পারে দাবানল

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা ভয়াবহ দাবানলের নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দমকা হাওয়ার গতি আরও বাড়তে পারে, যা আগুনের তীব্রতাকে বাড়িয়ে তুলবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এক সপ্তাহ পেরিয়ে গেলেও তিনটি দাবানল এখনো সক্রিয়। এর মধ্যে প্যালিসেডস দাবানল সবচেয়ে বড়, যা ইতোমধ্যে ২৩ হাজার একরের বেশি জমি পুড়িয়ে দিয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ১৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মেয়রের সতর্কবার্তা :

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মানবিক বিপর্যয় ও লুটপাটের ঘটনা :

ইটন এবং প্যালিসেডস দাবানলে এখন পর্যন্ত ২৪ জন নিহত এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় লুটপাট এবং চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের জেলা অ্যাটর্নি নাথান হকম্যান লুটপাটের ভিডিও প্রকাশ করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে। পুলিশের বিশেষ অভিযান শাখার সহকারী প্রধান ব্লেক চাউ লুটেরাদের সতর্ক করে বলেছেন, "আপনারা পালাতে পারবেন না।"

দাবানল নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ :

গত সপ্তাহে শুরু হওয়া দাবানলের মধ্যে ইটনের দাবানল দ্বিতীয় বৃহত্তম, যা ১৪ হাজার একরের বেশি জমি পুড়িয়ে দিয়েছে। বর্তমানে এটি ৩৩ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

বিবিসি ওয়েদার সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, সান্তা আনা বাতাসের গতি মঙ্গলবার ঘণ্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা দাবানলকে আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াবে। তবে বুধবারের পর বাতাসের গতি কমতে পারে বলে আশা করা হচ্ছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া ও ত্রাণ কার্যক্রম :

ক্যালিফোর্নিয়ার নবনির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর অ্যাডাম শিফ জানিয়েছেন, তিনি আশা করেন, ট্রাম্প প্রশাসন এই দুর্যোগ মোকাবিলায় দ্রুত ত্রাণ কার্যক্রম চালু করবে। তবে দাবানল নিয়ে রাজনৈতিক বিতর্কের বিষয়ে তিনি বলেন, “এটি কোনো সমাধান দিচ্ছে না। আমাদের এখন কেবল আগুন নেভানোর এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার উপর মনোযোগ দিতে হবে।”

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্যালিফোর্নিয়ায় ফেডারেল সহায়তা প্রদানের জন্য তিনি শত শত কর্মী এবং অগ্নিনির্বাপক সরঞ্জাম পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পরিকল্পনা করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন