
প্রিন্ট: ০১ অক্টোবর ২০২৫, ১০:০৬ পিএম
ইসরায়েলি হামলায় আরও ৩৬ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পিএম

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে হামলায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বেশিরভাগই উত্তরাঞ্চলে।
শনিবার (২৮ ডিসেম্বর) কামাল আদওয়ান হাসপাতাল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভেতরে আরও হতাহত থাকতে পারে, তবে ইসরায়েলি সেনারা কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।
তেলআবিব থেকে প্রকাশিত একটি ফুটেজে দেখা গেছে, টানা হামলার পর শনিবার উত্তর গাজার একমাত্র চালু হাসপাতালটি খালি করে ফেলা হয়।
কামাল আদওয়ানের পরিচালক ড. হুসাম আবু সাফিয়াকে আটকের কথা স্বীকার করলেও ইসরায়েল তার অবস্থান নিশ্চিত করেনি। শুক্রবার আটককৃতদের অনেককে একদিন পর ছেড়ে দেওয়া হয়েছে। গাজার অন্যান্য অঞ্চলেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।