অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা ইস্যুতে উত্তপ্ত দিল্লি, বিজেপি-এএপি সংঘাত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থী ইস্যু নিয়ে বিজেপি ও ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) মধ্যে সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দিল্লির শিক্ষা বিভাগ সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে সব স্কুলকে ভর্তি প্রক্রিয়ার সময় শিশুদের পরিচয় সংক্রান্ত নথি যাচাই করতে বলেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোনও অবৈধ অভিবাসী শিক্ষার্থী যাতে স্কুলে ভর্তি হতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অবৈধ বাংলাদেশি পরিবারের কোনও শিশুকে যেন স্কুলে ভর্তি করা না হয় এবং কোনও শিক্ষার্থীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ হলে পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে।
স্কুল শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর সুভাষ কুমারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ভর্তি আটকাতে স্কুলগুলোকে কঠোর ভর্তি প্রক্রিয়া মেনে চলতে হবে এবং শিক্ষার্থীদের নথি যাচাই করতে হবে।
তবে শিক্ষার্থী বা তাদের অভিভাবকরা বৈধভাবে বসবাস করছেন তা প্রমাণ করতে কী কী নথি জমা দিতে হবে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। শিক্ষার্থীদের নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে প্রতিটি জেলার ডেপুটি ডিরেক্টরকে (শিক্ষা) সাপ্তাহিক রিপোর্ট জমা দেওয়ার কথাও বলেছে দিল্লির আপ সরকারের শিক্ষা দপ্তর।