Logo
Logo
×

আন্তর্জাতিক

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, অনেক হতাহতের সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, অনেক হতাহতের সম্ভাবনা

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু যাত্রীর হতাহতের আশঙ্কা করা হচ্ছে। কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বিমানটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন। একই সাথে উড়োজাহাজটিতে জীবিত কেউ রয়েছেন কি না, সেটিরও সন্ধান চলছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের মধ্যে এখনও কিছু যাত্রী জীবিত থাকতে পারেন।

রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম জানায়, আজারবাইজান এয়ারলাইন্সের উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির দিকে যাচ্ছিল। তবে গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হওয়ায় বিমানটি ফের বাকুর দিকে ফিরে আসছিল। কাজাখস্তানের আকটাউ শহরের আকাশে থাকার সময় বিমানটি বিধ্বস্ত হয়ে ধসে পড়ে।

এ বিষয়ে আরও তথ্য জানার জন্য আজারবাইজান এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হয়নি। রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার ১৯০ সিরিজের এবং সেটির ফ্লাইট নম্বর ছিল জে২-৮২৪৩। বিমানটিতে ১০৫ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন।

ঠিক কী কারণে বিমানটি দুর্ঘটনায় পড়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় ধারণা করছে, সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন