Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ এএম

গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ ফিলিস্তিনি নিহত

ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ৪৮ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২০০’র বেশি মানুষ। এর মধ্যে আল মাওয়াসি শরাণার্থী শিবিরে প্রাণ গেছে ২১ জনের। এদিকে বাইত লাহিয়া থেকে জোর করে ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় টাইমস অব ইসরাইল।

গাজায় ইসরায়েলি আগ্রাসন কবে থামবে? এমন প্রশ্নে নিশ্চুপ গোটা বিশ্ব। উপত্যকাটির বাসিন্দাদের ওপর বিমান হামলার পাশাপাশি ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। এতে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ। 

গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরসহ বিভিন্ন স্থানে হামলা গেল একদিনে প্রাণ গেছে প্রায় অর্ধশত ফিলিস্তিনির। এছাড়া আহত হয়েছেন শত শত মানুষ। 

বর্বরতার মাত্রা এতটাই বেড়েছে যে, বাইত লাহিয়া থেকে জোড়পূর্বক ১৮ হাজার বাসিন্দাকে বের করে দেয়া হয়েছে। একইসঙ্গে ১০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় মেনে নেতানিয়াহুকে গ্রেফতারে সম্মতি জানিয়েছে পোল্যান্ড। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ আইসিসির সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। তাই তারা এ রায় মেনে নেবে।

অন্যদিকে চলমান আগ্রাসনের মধ্যেই জিম্মি মুক্তি নিয়ে মন্তব্য করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার। তিনি বলেন, সরকারের এখন এটাই সুযোগ হামাসের সঙ্গে বৈঠক করে জিম্মি মুক্ত করে আনার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন