Logo
Logo
×

আন্তর্জাতিক

'বাংলাদেশ থেকে আগত রোগীরা ভারতের পতাকাকে প্রণাম না করে চেম্বারে ঢুকবেন না'

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম

'বাংলাদেশ থেকে আগত রোগীরা ভারতের পতাকাকে প্রণাম না করে চেম্বারে ঢুকবেন না'

'বাংলাদেশ থেকে আগত রোগীরা ভারতের পতাকাকে প্রণাম না করে চেম্বারে ঢুকবেন না'

শিলিগুড়ির চিকিৎসক ডা. শেখর বন্দ্যোপাধ্যায় তার চেম্বারের বাইরে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে একটি সতর্কবার্তা দিয়েছেন। সেখানে লিখেছেন, ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত, বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না।

এই বার্তা শিলিগুড়ির এক ইএনটি বিশেষজ্ঞ ডা. শেখর বন্দ্যোপাধ্যায়ের। তিনি তার চেম্বারে বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার অবমাননা নিয়ে প্রতিবাদ জানাতে এই ব্যবস্থা নিয়েছেন। তার মতে, বাংলাদেশে যেভাবে ভারতের জাতীয় পতাকার গরিমা নষ্ট করা হয়েছে, তাতে আমি মর্মাহত। একজন চিকিৎসক হিসেবে আমি কোনও রোগীকে ফিরিয়ে দিতে চাই না। কিন্তু, যাঁরা আমার দেশে আসবেন, তাদের আমাদের পতাকার সম্মান করতে হবে। আমাদের মাতৃভূমির সম্মান করতে হবে। দেখে মনে হচ্ছে, বাংলাদেশে তালিবানি ভাবধারা কায়েম হয়েছে।

ডা. বন্দ্যোপাধ্যায় এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। এরপরেই শিলিগুড়িতে নিজের চেম্বারের বাইরে, ঢোকার মুখে একটি জাতীয় পতাকা লাগিয়ে তিনি এই বিশেষ বার্তাটি দিয়েছিলেন। তাতে স্পষ্ট করে লেখা ছিল, যে কোনো রোগী, বিশেষত বাংলাদেশ থেকে আসা রোগী, যদি ভারতের জাতীয় পতাকার সম্মান না করেন, তবে এখানে তাদের চিকিৎসা দেয়া হবে না।

তিনি আরো বলেন, প্রাইভেট প্র্যাকটিস ছাড়াও আমি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের স্পেশাল মেডিক্যাল অফিসার হিসাবে নিযুক্ত রয়েছি। সেখানে আমি কোনও রোগীকে পরিষেবা দিতে অস্বীকার করতে পারব না। তবে, শিলিগুড়ির আমার চেম্বারে, আমি আমার মাতৃভূমির প্রতি সম্মান না করার সুযোগ কাউকে দিতে পারি না। যে দেশের পতাকার অবমাননা করা হয়, সেখানে তারা এসে আমার কাছে চিকিৎসা পাওয়ার আশা করতে পারে না।

ডা. বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা বিশেষত বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তিনি পরিষ্কারভাবে বলেছেন, ভারতের জাতীয় পতাকা আমাদের জন্য মাতৃসম। তাই, যারা আমাদের পতাকার সম্মান করবে না, তারা আমার চেম্বারে প্রবেশ করতে পারবে না।

এখানে তিনি এও মন্তব্য করেন, বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা দেখে মনে হচ্ছে, সেখানে তালিবানি ভাবধারা কায়েম হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন