Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশসহ যে ১২৪ দেশে পা রাখলেই গ্রেপ্তার নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পিএম

বাংলাদেশসহ যে ১২৪ দেশে পা রাখলেই গ্রেপ্তার নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যদিও ইসরাইল আইসিসির এখতিয়ার স্বীকার করে না এবং নেতানিয়াহু ও গ্যালান্ট জানিয়েছেন, তারা আত্মসমর্পণ করবেন না। তারপরেও তাদের চলাচলের সুযোগ সীমিত হয়ে গেছে।

আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি রোম সংবিধির আওতায় ১২৪টি দেশ রয়েছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে এসব দেশ বাধ্য। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথন কুটাব বলেন, আইন তৈরি হয় এ ধারণার ওপর ভিত্তি করে যে মানুষ তা মেনে চলবে। যারা আইন অমান্য করে, তারা নিজেরাই অপরাধ করছে। 

তিনি আরো বলেন, ইসরাইলের মিত্র দেশগুলোর মধ্যে অনেকেই, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা, পরোয়ানা কার্যকরে প্রতিশ্রুতিবদ্ধ।

নেতানিয়াহু এই অভিযোগগুলোকে 'ইহুদিবিদ্বেষী' বলে অভিহিত করেছেন।

আইসিসির পরোয়ানা জারির পর, নেতানিয়াহু এবং গ্যালান্ট যেসব দেশে গ্রেপ্তার হতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে :

বাংলাদেশ, ইতালি, জাপান, জর্ডান, কেনিয়া, কিরিবাতি, আফগানিস্তান, আলবেনিয়া, অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া এন্ড বারবুডা, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বার্বাডোজ, বেলজিয়াম, বেলিজ, বেনিন, বলিভিয়া, বসনিয়া এন্ড হার্জেগোবিনা, বতসোয়ানা, ব্রাজিল, বুলগেরিয়া, বুরকিনা ফাসো, ক্যাপভার্ডে, কম্বোডিয়া, কানাডা, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ, চিলি, কলম্বিয়া, কমোরোস, কঙ্গো, কুক আইল্যান্ড, কোস্টারিকা, আইভরিকোস্ট, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডেনমার্ক, জিবুতি, ডমিনিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভেদর, এস্তোনিয়া, ফিজি, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্যাবন, গাম্বিয়া, জর্জিয়া, জার্মানি, ঘানা, গ্রিস, গ্রেনাডা, গুয়েতেমালা, গিনি, গায়ানা, হন্ডুরাস, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লেসোথো, লাইব্রেরিয়া, লিচেনস্টাইন, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাদাগাস্কার, মালাবি, মালদ্বীপ, মালি, মাল্টা, মার্শাল আইল্যান্ড, মরিশাস, মেক্সিকো, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, নামিবিয়া, নাউরু, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নাইজার, নাইজেরিয়া, নর্থ মেসিডোনিয়া, নরওয়ে, পানামা, প্যারাগুয়ে, পেরু, পোল্যান্ড, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, রিপাবলিক অব মালদ্বীপ, রোমানিয়া, সেইন্ট কিটস এন্ড নেভিস, সেইন্ট লুসিয়া, সেইন্ট ভিনসেন্ট এন্ড দ্য গ্রেনাডাইন্স, সামোয়া, সান মেরিনো, সেনেগাল, সার্বিয়া, সিচিলিস, সিয়েরালিওন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সাউথ আফ্রিকা, স্পেন, ফিলিস্তিন, সুরিনাম, সুইডেন, সুইজারল্যান্ড, তাঞ্জানিয়া, তাজিকিস্তান, তিমুর লিস্ত, ত্রিনিদাদ এন্ড টোবাগো, তিউনিশিয়া, উগান্ডা, যুক্তরাজ্য, উরুগুয়ে, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন