Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা জোরদার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৮:০১ পিএম

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা জোরদার

শনিবার গাজায় ইসরায়েলি হামলার পর কিছু মালামাল উদ্ধার করে নিয়ে যাচ্ছেন এক নারী। ছবি : এএফপি

গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। দেশটির সেনাদের আক্রমণ থেকে রেহায় পাচ্ছে না পানি বিতরণ কেন্দ্রও। সম্প্রতি এমন একটি কেন্দ্রে হামলা চালিয়ে শিশুসহ চারজনকে হত্যা করেছে তারা। তাদের হামলায় আহতদের মধ্যে অন্তত ১০ হাজার ফিলিস্তিনি বিভিন্নভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছে। খবর আলজাজিরার।

কাতারভিত্তিক গণমাধ্যমটি বলছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় গাজায় আরও অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে ২২৪ জন। এদিকে, ইসরায়েল একটি পানি বিতরণ কেন্দ্রে হামলা চালালে সেখানে শিশুসহ আল-গাজি পরিবারের চার সদস্য নিহত হয়েছে।

ওয়াফা বার্তা সংস্থার বরাতে আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্ক রিহ্যাবিলিটেশন সেক্টরের দাবি, গাজায় ইসরায়েলি হামলার কারণে আনুমানিক ১০ হাজার মানুষ বিভিন্নভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন