Logo
Logo
×

আন্তর্জাতিক

স্পেনে বন্যায় নিহত বেড়ে ২০৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৭:০২ পিএম

স্পেনে বন্যায় নিহত বেড়ে ২০৫

স্পেনে বন্যায় নিহত বেড়ে ২০৫

বিধ্বংসী বন্যায় স্পেনের পূর্বাঞ্চলীয় রাজ্য ভ্যালেন্সিয়ায় এ পর্যন্ত নিহত হয়েছেন ২০৫ জন এবং সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে। কারণ এখনও বহুসংখ্যক মানুষ নিখোঁজ অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার গোডেলেটা শহরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্পেনের রাজ্য সমন্বয় বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাঞ্জের ভিক্টর তোরেস। তিনি বলেন, “ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত মোট ২০২ জনের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়বে। কারণ এখনও বহু মানুষ নিখোঁজ অবস্থায় রয়েছেন। তাদের সন্ধানে তৎপরতা চলছে।”  

গত মঙ্গলবার আট ঘণ্টা ধরে প্রবল বর্ষণের জেরে বন্যা শুরু হয় ভ্যালেন্সিয়ায়। স্পেনের আবহাওয়াবিদরা বলেছেন, সাধারণত এক বছরে স্পেনজুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়, তার সমপরিমাণ বর্ষণ ভ্যালেন্সিয়ায় হয়েছে মঙ্গলবার আট ঘণ্টায়।

অত্যন্ত ভারী এই বর্ষণের জেরে ভ্যালেন্সিয়ার বিভিন্ন অঞ্চলে শুরু হয় বন্যা ও পাহাড়ি ঢল। ইউরোপের আবহাওয়াবিদদের মতে, নিকট ইতিহাসে ইউরোপে যত বিধ্বংসী বন্যা হয়েছে, সেসবের মধ্যে স্পেনের বন্যা অন্যতম।

গতকাল বৃহস্পতিবার ভ্যালেন্সিয়া রাজ্যের প্রথান শহর ভ্যালেন্সিয়ার বিভিন্ন এলাকা থেকে মোট আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সাংবাদকিদের জানিয়েছেন শহরের মেয়ার মারিয়া জোসে কাতালা।

আবহাওয়াবিদরা বলেছেন, বিধ্বসী এই বন্যার জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। অন্যদিকে স্পেনের বিরোধী রাজনীতিবিদরা সরকারের সমালোচনা করে করে বলেছেন, জনগণকে সতর্কবার্তা দেওয়া, বন্যা ও তার পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতা পরিচালনা করায় বিলম্ব করেছে সরকার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন