Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তির দাবিতে আবারো উত্তাল পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৪:২৭ পিএম

ইমরান খানের মুক্তির দাবিতে আবারো উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে আবারো উত্তাল পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে আবারো রাজপথে নামলেন তার দলের নেতাকর্মীরা। শুক্রবার থেকে দফায় দফায় রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে পিটিআই নেতাকর্মীদের। ইমরান সমর্থকদের ‘অনুপ্রবেশ’ ঠেকাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার কার্যত গোটা দেশের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে ইসলামাবাদকে।

ইসলামাবাদের পরিস্থিতি শনিবার কিছুটা নিয়ন্ত্রণে আনলেও লাহোর, পেশোয়ারের মতো শহরে শনিবারও বিক্ষোভ-সমাবেশ ঘিরে অশান্তি ছড়িয়েছে।  খাইবার-পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী তথা ইমরানের ঘনিষ্ঠ পিটিআই নেতা আলি আমিন গন্ডাপুরকে আধাসেনা পাকিস্তান রেঞ্জার্স আটক করেছে বলেও কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও সরকারি ভাবে তা স্বীকার করা হয়নি।

গত বছর থেকে রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তথা জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন। তোশাখান, ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস’-সহ একাধিক মামলায় জামিন পেলেও এখনও মুক্তি পাননি তিনি।  গত অগস্ট শাহবাজ সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে ইমরানের মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলেন পিটিআই নেতারা। শুক্রবার থেকে নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। এখন পর্যন্ত কয়েক হাজার পিটিআই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন