Logo
Logo
×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করতে হবে না, তবে বাস্তবে অঞ্চলটিতে সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছেন তিনি।

মার্কিন নৌবাহিনীর আধুনিক রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। ভারত মহাসাগরের এমন স্থানে এগুলো অবস্থান করছে যেখান থেকে দ্রুত সময়ে ইরানে হামলা চালানো সম্ভব বলে নিউইয়র্ক টাইমস, রয়টার্স ও সিএনএনকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে রয়েছে একাধিক মিসাইল ডেস্ট্রয়ার, যেগুলোতে তোমাহক মিসাইল সংযুক্ত আছে। নিউইয়র্ক টাইমসকে এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্দেশ দিলে দুই থেকে তিন দিনের মধ্যে রণতরী থেকে হামলা চালানো সম্ভব। সিএনএনও জানিয়েছে, বর্তমান অবস্থান থেকে খুব দ্রুত সময়ে ইরানে হামলা করা যাবে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের ইসলামিক সরকার ১৯৭৯ সালের পর সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। তবে এ তথ্যের পরও প্রেসিডেন্ট ট্রাম্প কী সিদ্ধান্ত নেবেন তা স্পষ্ট নয়।

এদিকে সামরিক সক্ষমতা বাড়াতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত এফ-১৫ই যুদ্ধবিমান পাঠানো হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্যাট্রিয়ট ও থাড প্রতিরক্ষা ব্যবস্থা। কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সম্ভাব্য পাল্টা হামলা থেকে মার্কিন সেনাদের সুরক্ষিত রাখতেই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন