Logo
Logo
×

আন্তর্জাতিক

কানাডার ওপর ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৫ এএম

কানাডার ওপর ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

ছবি : সংগৃহীত

চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে বলেন, “কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেবে— কার্নি যদি এমনটি মনে করেন, তবে তিনি চরমভাবে ভুল করছেন।”

ট্রাম্প আরও বলেন, “যদি কানাডা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে আসা কানাডিয়ান সব পণ্যে তাৎক্ষণিকভাবে ১০০% শুল্ক আরোপ করা হবে।”

উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রীকে ‘গভর্নর কার্নি’ হিসেবে অভিহিত করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে উল্লেখ করে আসছেন।

এদিকে কানাডার বাণিজ্য মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, চীনের সঙ্গে মুক্ত বাণিজ্যের কোনো তোড়জোড় নেই। গত সপ্তাহে হওয়া চুক্তি মূলত শুল্কসংক্রান্ত কিছু সমস্যার সমাধান করেছে। তিনি আরও জানান, নতুন সরকার দেশের অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে এবং দেশি-বিদেশি বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প কানাডিয়ান পণ্যে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার আহ্বানও জানিয়েছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন