Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের সঙ্গে বাণিজ্য বাড়ানোয় কানাডাকে ট্রাম্পের হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:১১ এএম

চীনের সঙ্গে বাণিজ্য বাড়ানোয় কানাডাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিরোধিতা করছে কানাডা—এমন অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার পরিবর্তে কানাডা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গভীর করছে, যা ভবিষ্যতে দেশটির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কানাডা, যদিও এই প্রতিরক্ষা ব্যবস্থা কানাডাকেও সুরক্ষা দেবে। তার ভাষায়, আমাদের সহায়তা না করে তারা চীনের সঙ্গে ব্যবসার পক্ষে ভোট দিয়েছে। যারা এক বছরের মধ্যেই কানাডাকে গিলে খাবে।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কানাডার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। প্রায়ই দেশটির নেতৃত্ব নিয়ে সমালোচনামূলক মন্তব্য করছেন তিনি।

সম্প্রতি চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে কানাডা, যার আওতায় দুই দেশের কিছু পণ্যের আমদানি-রপ্তানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বেইজিং সফরে গিয়ে এই চুক্তি সম্পন্ন করেন। এরপরই ট্রাম্প মন্তব্য করেন, বাণিজ্যের আড়ালে চীন কানাডাকে গ্রাস করবে।

বর্তমানে কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র, এরপরেই রয়েছে চীন। অতীতে দুই দেশের সম্পর্কের অবনতি হলেও সম্প্রতি আবারও বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চলছে।

এর আগে গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ট্রাম্প বলেন, আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপন করা হলে স্বাভাবিকভাবেই কানাডা এর সুবিধা ভোগ করবে এবং নিরাপদ থাকবে। তিনি দাবি করেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনামূল্যে নানা সুবিধা পাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কারণেই দেশটি টিকে আছে।

ট্রাম্প বলেন, আমরা এমন একটি গোল্ডেন ডোম স্থাপন করব যা স্বাভাবিকভাবেই কানাডাকে রক্ষা করবে। কানাডা আমাদের কাছ থেকে অনেক কিছু বিনা মূল্যে পায়। তাদের আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।

তিনি কানাডার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বলেন, পরবর্তীতে যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছু বলার আগে এটা মনে রাখবেন, মার্ক।

তবে ট্রাম্পের এসব মন্তব্য প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে নেই। কানাডা সফল হচ্ছে কারণ আমরা কানাডিয়ান। সূত্র: ইন্ডিয়া টুডে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন