Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানকে নজরদারিতে রাখতে যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠাল যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

ইরানকে নজরদারিতে রাখতে যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠাল যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানকে ‘নজরে রাখতে’ দেশটির উদ্দেশে যুদ্ধজাহাজের একটি বড় বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা একটি আর্মাদা ইরানের দিকে পাঠিয়েছি। যদি প্রয়োজন পড়ে… আমি বলছি না যে কিছু ঘটতেই যাচ্ছে। হয়তো এই বহর ব্যবহার করার দরকারও হবে না। তবে আমরা ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখছি।

ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, যুদ্ধবিমান বহনকারী রণতরি ইউএসএস আব্রাহামসহ একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইতোমধ্যে ইরানের উদ্দেশে রওনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এই বহর ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান নেবে বলে জানানো হয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা বলেন, অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে— এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্ভাব্য হামলা প্রতিহত করতে বহরের সঙ্গে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানো হচ্ছে। এ ছাড়া বহরে রয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহেই এশিয়া-প্রশান্ত অঞ্চল থেকে এই যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে যাত্রা শুরু করে।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। গত বছরের জুন মাসে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতও ঘটে।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিক্ষোভ দমনে নিষ্ঠুর পন্থা নেওয়া হলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাতে পারে। শেষ পর্যন্ত সেই অভিযান না হলেও, যুদ্ধজাহাজের বহর পাঠানোর সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকেরা।

সূত্র : রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন