যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো দুর্বল : ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার নেতৃত্বে ন্যাটো আরও শক্তিশালী হয়েছে। এই সামরিক জোট যুক্তরাষ্ট্রের ওপর অনেক বেশি নির্ভর করে। মঙ্গলবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কী যুক্তরাষ্ট্রকে ন্যাটোতে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এটাকে অনেক ভালো, অনেক শক্তিশালী করে তুলেছি। এটা অনেক ভালো। এখন ন্যাটো অনেক শক্তিশালী।’
ট্রাম্প ন্যাটোর অতীতের কর্মকাণ্ডের সমালোচনাও করেন। বিশেষ করে তার ক্ষমতায় আসার আগের বিষয়গুলো নিয়ে মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, তারা যা করেছে তার অনেকের সাথেই আমি একমত নই, কিন্তু আমি সেখানে পৌঁছানোর আগেই এটা করা হয়েছিল। আমার মনে হয় ন্যাটো ভালো ছিল।’
তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে এটাকে অতিরিক্ত মূল্যায়ন করা হয়। কিন্তু আমাদের একটি শক্তিশালী ন্যাটো আছে। আমি যখন এখানে এসেছিলাম, তখন আমাদের একটি দুর্বল ন্যাটো ছিল। যদি ন্যাটো আমাদের না রাখে, তাহলে এটি খুব শক্তিশালী নয়।’
সূত্র: আনাদোলু



