গাজার ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজার ‘বোর্ড অফ পিস’ বা শান্তি পর্ষদে অংশগ্রহণের জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে গাজার বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণ পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পাকিস্তান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচেষ্টায় অংশগ্রহণ করবে, যাতে গাজার পরিস্থিতির স্থায়ী সমাধান আসে। একই সঙ্গে নিশ্চিত করা হবে যে এই প্রচেষ্টা জাতিসংঘের রেজল্যুশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
শুক্রবার শান্তিচুক্তি অনুযায়ী গাজায় শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। ওই সদস্যদের সঙ্গে যুক্ত হতে ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকেও আমন্ত্রণ জানিয়েছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, শান্তি পর্ষদের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজেই থাকবেন। এছাড়া এই পর্ষদে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল এবং জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ।
গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে এই শান্তি পর্ষদ গঠন করা হয়েছে। পর্ষদের অধীনে গাজার অন্তর্বর্তী প্রশাসন প্রথমে গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করবে।



