ইরানে নতুন নেতৃত্বের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
ছবি : সংগৃহীত
সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যুর পর ইরানে নতুন নেতৃত্বের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি মূলত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর ইঙ্গিত দিয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।” তিনি খামেনির কঠোর দমননীতির সমালোচনা করে বলেন, “একটি দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন, তা দেশের জন্য ধ্বংসযজ্ঞ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে পরিমাণ সহিংসতা হয়েছে, তা আগে কখনো দেখা যায়নি।”
ট্রাম্প আরও বলেন, “দেশ পরিচালনা মানে শ্রদ্ধা অর্জন করা, ভয় বা মৃত্যুর মাধ্যমে নিয়ন্ত্রণ নয়। কয়েক হাজার মানুষকে হত্যা করে নেতৃত্ব টিকিয়ে রাখা যায় না।”
এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে বলেন, ইরানের জনগণের ওপর ধ্বংসযজ্ঞ চাপিয়ে দিয়েছেন তিনি।
গত ২৮ ডিসেম্বর ইরানে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ নেয়। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত তিন হাজার মানুষের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে।
সূত্র: পলিটিকো



