Logo
Logo
×

আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজেতে আত্মপক্ষ সমর্থন শুরু করল মিয়ানমার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজেতে আত্মপক্ষ সমর্থন শুরু করল মিয়ানমার

ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে নিজেদের আত্মপক্ষ সমর্থন শুরু করেছে মিয়ানমার।

শুনানির প্রথম দিনে মিয়ানমার সরকারের প্রতিনিধি কো কো হ্লাইং আদালতে দাবি করেন, গাম্বিয়া তাদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন এবং প্রমাণের অভাবে টেকসই নয়।

এর আগে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাওদা জ্যালো আদালতে অভিযোগ করেছিলেন, মিয়ানমার পরিকল্পিতভাবে গণহত্যামূলক নীতি গ্রহণ করে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করতে চেয়েছিল।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। জাতিসংঘের ২০১৮ সালের তদন্ত প্রতিবেদনে রাখাইন রাজ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের সুপারিশ করা হয়েছিল।

মিয়ানমার সরকার শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সামরিক জান্তা সরকারের দাবি, তাদের অভিযান ছিল সশস্ত্র বিদ্রোহী ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে। শুনানিতে কো কো হ্লাইং বলেন, রাখাইনে সন্ত্রাসীদের অবাধ বিচরণ দেখে মিয়ানমার হাত গুটিয়ে বসে থাকতে পারেনি। তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ ছিল বিদ্রোহ দমন ও সন্ত্রাসবিরোধী অভিযানের সামরিক পরিভাষা।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম তারা আন্তর্জাতিক আদালতে এমন গুরুত্বপূর্ণ মামলার মুখোমুখি হলো। বিশ্লেষকদের মতে, এ মামলার রায় আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থান এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন