Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে মার্কিন এফ-১৬ ভূপাতিতের দাবি রাশিয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

ইউক্রেনে মার্কিন এফ-১৬ ভূপাতিতের দাবি রাশিয়ার

ছবি : সংগৃহীত

ইউক্রেনে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির এক কমান্ডার জানিয়েছেন, রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটি ধ্বংস করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া ১-এ সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ‘সেভের’ কলসাইনধারী ওই কমান্ডার বলেন, ইউক্রেন পরিচালিত এফ-১৬ বিমানটি ছিল তার ইউনিটের জন্য সবচেয়ে আকর্ষণীয় লক্ষ্য।

তিনি জানান, এস-৩০০ ব্যাটারি থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। প্রথম ক্ষেপণাস্ত্র বিমানটিকে ক্ষতিগ্রস্ত করে এবং দ্বিতীয়টি চূড়ান্ত আঘাত হানে। দীর্ঘ প্রস্তুতির পর এ অভিযান পরিচালনা করা হয়। শত্রুপক্ষ দাবি করত, এফ-১৬ ধ্বংস করা যায় না, কিন্তু বাস্তবে দেখা গেল এগুলোও অন্য বিমানের মতোই ভূপাতিত হয়।

আরটি জানিয়েছে, ঘটনাটি ঠিক কবে ঘটেছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ইউক্রেন ২০২৪ সালের আগস্ট থেকে এফ-১৬ যুদ্ধবিমান গ্রহণ শুরু করে। এ পর্যন্ত যুদ্ধে চারটি এফ-১৬ হারানোর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে কিয়েভ। বিজনেস ইনসাইডারের তথ্যমতে, ইউরোপীয় মিত্রদের প্রতিশ্রুত ৮৭টি এফ-১৬-এর মধ্যে ইউক্রেন এখন পর্যন্ত ৪৪টি বিমান পেয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন