Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় তেলের বাজার ধরতে ট্রাম্প প্রশাসনের দরজায় মুকেশ আম্বানি?

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম

ভেনেজুয়েলায় তেলের বাজার ধরতে ট্রাম্প প্রশাসনের দরজায় মুকেশ আম্বানি?

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশটি থেকে অপরিশোধিত তেল আমদানির প্রক্রিয়া সচল করতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

রয়টার্সের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, রিলায়েন্সের কর্মকর্তারা বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও ট্রেজারি মন্ত্রণালয়ের সঙ্গে এই সংলাপ চালিয়ে যাচ্ছেন।

বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল ব্যবসায়ী মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের গুজরাটের জামনগরে অবস্থিত শোধনাগারটি পৃথিবীর বৃহত্তম। তাদের শোধনাগারগুলো প্রতিদিন প্রায় ১৪ লাখ ব্যারেল তেল পরিশোধন করতে সক্ষম।

উল্লেখ্য, বিশ্বের মোট ভূগর্ভস্থ তেলের এক-পঞ্চমাংশই রয়েছে ভেনেজুয়েলায়। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও পরবর্তীতে জো বাইডেনের সময় রিলায়েন্স বিশেষ লাইসেন্স নিয়ে দেশটি থেকে তেল কেনা শুরু করে।

নথিপত্র অনুযায়ী, ২০২৫ সালের প্রথম চার মাসে রিলায়েন্স প্রতিদিন প্রায় ৬৩ হাজার ব্যারেল তেল আমদানি করেছিল, তবে গত মে মাসের পর থেকে সেই সরবরাহ বন্ধ রয়েছে।

ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপট সম্প্রতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। গত ৩ জানুয়ারি মার্কিন সেনাবাহিনী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় এবং বর্তমানে তারা মাদক পাচারের অভিযোগে মার্কিন কারাগারে বন্দি রয়েছেন।

এরপরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ভেনেজুয়েলার তেল সম্পদের তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্র করবে। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে অনির্দিষ্টকালের জন্য এই নিয়ন্ত্রণ বহাল থাকবে।

বর্তমান পরিস্থিতিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ট্রাম্প প্রশাসনের অনুমতি সাপেক্ষে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে যৌথভাবে ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় ব্যবস্থাপনায় অংশ নিতে আগ্রহী। যদিও এই আলোচনার বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে রিলায়েন্সের পক্ষ থেকে রয়টার্সকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন