Logo
Logo
×

আন্তর্জাতিক

যৌন হেনস্তায় বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম

যৌন হেনস্তায় বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ তাকে হত্যা করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ৩৪ বছর বয়সী শর্মিলা ডিকেকে গত ৩ জানুয়ারি রামামূর্তি নগরের সুব্রামানি লেআউটের একটি ভাড়া অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শুরুতে ধারণা করা হয়েছিল, অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধারের পর পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪(৩)(৪) ধারায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে বৈজ্ঞানিক পদ্ধতি ও প্রযুক্তিগত প্রমাণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। গ্রেপ্তার হওয়া তরুণ কর্ণেল কুরাই নিহতের পাশের বাসায় থাকত।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে কর্ণেল কুরাই অপরাধের কথা স্বীকার করেছে। তার বক্তব্য অনুযায়ী, ৩ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে যৌন উদ্দেশ্যে একটি স্লাইডিং জানালা দিয়ে সে শর্মিলার বাসায় প্রবেশ করে। শর্মিলা বাধা দিলে অভিযুক্ত জোরপূর্বক তার মুখ ও নাক চেপে ধরে। এতে তিনি প্রায় অচেতন হয়ে পড়েন। ধস্তাধস্তির সময় শর্মিলা গুরুতর রক্তাক্ত জখম হন।

পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে অভিযুক্ত শর্মিলার পোশাক ও অন্যান্য আলামত শোবার ঘরের তোষকের ওপর রেখে তাতে আগুন ধরিয়ে দেয় বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সে ভুক্তভোগীর মোবাইল ফোনও নিয়ে যায়।

স্বীকারোক্তি ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৩(১) ধারায় হত্যা, ৬৪(২), ৬৬ এবং ২৩৮ ধারায় প্রমাণ ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন