Logo
Logo
×

আন্তর্জাতিক

রাতভর ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

রাতভর ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত

ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে তেল আবিব।

এ হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন।

মেডিক্যাল সূত্রগুলো জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত এ হামলার লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ গাজার রাফা ও খান ইউনিস, গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জেইতুন এলাকা এবং অবরুদ্ধ উপত্যকার অন্যান্য নানা এলাকা।

এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসে এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ইসরায়েলের ড্রোন হামলার শিকার হয়।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, জেইতুন এলাকার পূর্ব দিকে দুই যুবককে ইসরায়েলি সামরিক বাহিনী গুলি করে হত্যা করেছে।

আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম রবিবার বলেছেন, 'গাজা সিটির কেন্দ্র ও পূর্বাঞ্চলীয় কমিউনিটিগুলোতে ইসরায়েলের ড্রোন ওড়ার শব্দ শুনতে পাচ্ছি। এছাড়া, হলুদ সীমারেখার বাইরে থেকেও আওয়াজ আসছে।'

তিনি আরও জানান, 'সর্বশেষ এ হামলায় ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে থাকা রাফা, খান ইউনিসের পূর্বাংশ ও জাবালিয়া শরণার্থী শিবিরে বহুভবন ধ্বংস হয়ে গেছে। নিয়ন্ত্রণের এলাকা বাড়ানোর উদ্দেশ্যেই ইসরায়েল এমন হামলা পরিচালনা করছে।'

ইসরায়েলি সেনাবাহিনী তিন জন হত্যার তথ্য স্বীকার করেছে। তাদের দাবি, নিহতরা ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করছিল। এর মধ্যে একজন সামরিক সরঞ্জাম চুরিও করেছে।

এদিকে, গাজার ছিটমহেলে মানবিক সংকট আরও তীব্রতর হচ্ছে। ইসরায়েলি অবরোধে পর্যাপ্ত জরুরি জিনিসপত্রের সরবরাহ সম্ভব হচ্ছে না। গতকাল শনিবার তীব্র ঠান্ডার কারণে সাত দিন বয়সি এক ফিলিস্তিনি শিশু মারা গেছে।

সূত্র: আল-জাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন