Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পকে নোবেল ভাগ দেওয়ার প্রস্তাব মাচাদোর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

ট্রাম্পকে নোবেল ভাগ দেওয়ার প্রস্তাব মাচাদোর

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেওয়া বা তাকে দেওয়ার প্রস্তাব করেছিলেন। তবে নোবেল কর্তৃপক্ষ সেই প্রস্তাব সরাসরি নাকচ করেছে।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট ও নোবেল কমিটি শুক্রবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, একবার নোবেল পুরস্কার ঘোষিত হলে তা প্রত্যাহার, ভাগাভাগি বা অন্যকে হস্তান্তরের কোনো বিধান নেই। নোবেল ফাউন্ডেশনের সংবিধি অনুযায়ী এই সিদ্ধান্ত চূড়ান্ত ও স্থায়ী, যেখানে পরিবর্তন বা আপিলের সুযোগ নেই।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত ও গ্রেফতার হওয়ার পর মাচাদো ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাদুরোকে হটানোর ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল পুরস্কারটি ট্রাম্পকে উৎসর্গ বা তার সঙ্গে ভাগ করতে চান।

প্রেসিডেন্ট ট্রাম্পও এ প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে মাচাদোর সঙ্গে বৈঠকে এমন উপহার পেলে তিনি সম্মানিত বোধ করবেন। দীর্ঘদিন ধরেই তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছিলেন।

নোবেল ইনস্টিটিউট তাদের বিবৃতিতে আরও উল্লেখ করে, পুরস্কার ঘোষণার পর বিজয়ীদের মন্তব্য বা কর্মকাণ্ড নিয়ে তারা সাধারণত প্রতিক্রিয়া জানায় না। তবে নিয়ম অনুযায়ী বিজয়ীরা চাইলে পুরস্কারের অর্থ ব্যয় বা দান করতে পারেন, কিন্তু পদক ও মর্যাদা কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়।

২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হলেও গণতান্ত্রিক লড়াইয়ে অটল থাকার কারণে মাচাদোকে ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি এই নজিরবিহীন প্রস্তাব করেছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন