Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধবিমান আলোচনায় নজর রাখছে ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম

বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধবিমান আলোচনায় নজর রাখছে ভারত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা নিয়ে ভারত গভীর নজর রাখছে। নয়াদিল্লির ভাষ্য, জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ে তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান। বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির ওপর আমরা গভীর নজর রাখছি।”

সংবাদ সম্মেলনে আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার বিষয়ও উঠে আসে। ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, এ ধরনের বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী নিষ্পত্তি হবে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা উদ্বেগজনকভাবে লক্ষ্য করছি, উগ্রবাদীরা বারবার সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। এ ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত ও কঠোরভাবে মোকাবিলা করা জরুরি।” তিনি আরও উল্লেখ করেন, এসব সহিংসতাকে ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক বিরোধ হিসেবে ব্যাখ্যা করার প্রবণতা উদ্বেগজনক, যা উগ্রবাদীদের উৎসাহিত করে এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়ায়।

বাংলাদেশ ও মিয়ানমারের জাতীয় নির্বাচনে প্রধান রাজনৈতিক দলের অনুপস্থিতি প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ভারত বরাবরের মতোই অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। তিনি বলেন, “ভারত অংশগ্রহণমূলক নির্বাচনের সমর্থন অব্যাহত রেখেছে, যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত প্রতিষ্ঠিত হয়।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন