Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

রাশিয়ার হামলায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত

ছবি : সংগৃহীত

রাশিয়ার হামলায় ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত হওয়ার দাবি করেছে রাশিয়া। আজভ সাগরের ৮ অঞ্চলে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ভূপাতিত করে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাশিয়ার ফেডারেশন এবং আজভ সাগরের ৮টি অঞ্চলে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১০১টি ইউক্রেনীয় মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল (ইউএভি) অর্থাৎ ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। খবর তাসের।

প্রতিবেদনটিতে বলা হয়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইউক্রেনীয় এসব ড্রোন হামলা প্রতিহত করেছে রুশ বাহিনী। 

এর মধ্যে ৫৩টি ব্রায়ানস্ক অঞ্চলে, ১৮টি ক্রাসনোদার অঞ্চলে, কালুগা অঞ্চলে ৫টি, টাইভার এবং বেলগোরোদ অঞ্চলে ৩টি, স্মোলেনস্ক, কুরস্ক অঞ্চল এবং ক্রিমিয়া প্রজাতন্ত্রের একটি এবং আজভ সাগরে ১৬টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন