ভেনেজুয়েলায় আবারও হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম
ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ বা তার নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা যদি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে দেশটিতে ফের হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সম্ভাব্য সেই হামলা আগের চেয়েও ভয়াবহ হতে পারে।
রোববার (৪ জানুয়ারি) মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দেলসি রদ্রিগুয়েজ যা করা উচিত, তা না করলে তাকে বড় মূল্য দিতে হবে, এমনকি নিকোলাস মাদুরোর চেয়েও বেশি। তার ভাষায়, ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
ট্রাম্প আরও বলেন, নতুন করে শপথ নেওয়া কিছু লোকজনের সঙ্গে যুক্তরাষ্ট্রকে কাজ করতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, তারা ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করবে এবং যথাসময়ে ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান অনড় এবং তা হলো ভেনেজুয়েলার তেলসহ অন্যান্য সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন বলে জানানো হয়েছে।
সাক্ষাৎকারে মাদুরোকে আটক করার বিষয়টির পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, এটিকে ভেনেজুয়েলাকে ‘পুনর্গঠন’ বা ‘সরকার পরিবর্তন’ যা-ই বলা হোক না কেন, শেষ পর্যন্ত এটি দেশের জন্যই ভালো হয়েছে। তার দাবি, মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলা যে অবস্থায় পৌঁছেছে, এর চেয়ে খারাপ অবস্থায় দেশটির আর যাওয়ার সুযোগ ছিল না।
সূত্র : এএফপি



