Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হেফাজতে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট মাদুরো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের হেফাজতে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট মাদুরো

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) নিজ বাসভবন থেকে আটক করার পর তাকে হেলিকপ্টারে করে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে স্থানান্তর করা হয়। সিএনএন ও বিবিসির পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথে মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, তিনি ছাই রঙের ট্র্যাকস্যুট পরিহিত অবস্থায় আছেন, চোখ কালো বন্ধনী দিয়ে বাঁধা, হাতে একটি পানির বোতল এবং কানে বড় আকৃতির হেডফোন রয়েছে। ছবিতে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরো ও তার স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন এবং তাদের ইউএসএস আইও জিমা নামের একটি মার্কিন যুদ্ধজাহাজে রাখা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, জাহাজটি ক্যারিবীয় অঞ্চল ত্যাগ করে যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর মাদুরোকে হেলিকপ্টারে করে নিউইয়র্কে নেওয়া হতে পারে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরো দম্পতিকে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি করাই প্রশাসনের উদ্দেশ্য। তিনি বলেন, আমেরিকান আদালতে আমেরিকান আইনের আওতায় তাদের বিচার দ্রুত শুরু হবে এবং প্রক্রিয়া আগামী সপ্তাহের শুরুতেই শুরু হতে পারে।

বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় ক্রিসমাস ও নববর্ষের ছুটি কাটাচ্ছেন। তবে তিনি জানিয়েছেন, রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় হোয়াইট হাউসে ফিরবেন। এর আগে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি একটি সংবাদ সম্মেলন করবেন, যেখানে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ উপস্থিত থাকবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন