ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রশংসায় ট্রাম্প, বললেন ‘টিভি শো দেখার মতো’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৪১ এএম
ভেনেজুয়েলায় পরিচালিত সফল সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযানটি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সরাসরি দেখেছেন এবং পুরো বিষয়টি তার কাছে একটি ‘টেলিভিশন শো’-এর মতো মনে হয়েছে।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিশ্বের আর কোনো দেশের সেনাবাহিনীর পক্ষে এমন নিখুঁত ও পরিকল্পিত অভিযান পরিচালনা করা সম্ভব নয়। অভিযানের বিভিন্ন মুহূর্তের কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিন সেনাবাহিনীর গতিশীলতা ও কৌশল ছিল অসাধারণ। তার ভাষায়, এটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। আমাদের সেনারা দুর্দান্ত কাজ করেছে। অন্য কেউ এত নিখুঁতভাবে এই অভিযান চালাতে পারত না।
ট্রাম্প আরও বলেন, এত গুরুত্বপূর্ণ একটি অভিযানে কোনো মার্কিন নাগরিক বা অন্য কারও প্রাণহানি না হওয়াটা ছিল সবচেয়ে বড় সাফল্য। তিনি জানান, অভিযানে মাত্র দু’জন আহত হয়েছেন।
এর আগে শনিবার স্থানীয় সময় গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমান বাহিনী। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অভিযানের মাত্র চার দিন আগে তিনি এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেন। তিনি বলেন, “অপারেশনটি ছিল অত্যন্ত জটিল। এতে বিপুল সংখ্যক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে। এত অল্প সময়ের প্রস্তুতিতে এমন সফল অভিযান সত্যিই প্রশংসনীয়।”
সূত্র : ফক্স নিউজ



