কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন, ইতিহাস গড়ে তিনি শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। বৃহস্পতিবার তিনি পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ নেন।
ম্যানহাটনের প্রাচীন ‘সিটি হল স্টেশনে’ অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমস অনুষ্ঠানের পরিচালনা করেন। শুক্রবার স্থানীয় সময় বেলা ১টায় তিনি সিটি হলে পুনরায় শপথ গ্রহণ করবেন, এবারে শপথ পড়াবেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এরপর ব্রডওয়ের ‘ক্যানিয়ন অব হিরোস’-এ পাবলিক ব্লক পার্টি আয়োজন করা হবে।
৩৪ বছর বয়সী মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন। ৭ বছর বয়সে তার পরিবার নিউইয়র্কে চলে আসে। নির্বাচনী প্রচারণায় তিনি ‘সাশ্রয়ী জীবনযাত্রা’কে গুরুত্ব দিয়ে শিশু যত্ন, বিনামূল্যে বাস সেবা, ভাড়া বৃদ্ধি স্থগিত ও শহর কর্তৃপক্ষের পরিচালনায় গ্রোসারি শপ চালুর প্রতিশ্রুতি দেন।
নতুন মেয়র হিসেবে তিনি নিউইয়র্কের ব্যয়বহুল জীবনযাত্রা সহজ করতে এবং দৈনন্দিন নগরিক সমস্যা—যেমন আবর্জনা, তুষারপাত, সাবওয়ে বিলম্ব—সামলাতে যাচ্ছেন।



